কারকনিউজ ডেস্ক : ঈদের চতুর্থ দিনে দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এতে দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো সংবাদে এমনটি নিশ্চিত হওয়া গেছে।
টাঙ্গাইল: গতকাল সকাল ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ইসতিয়াক আহমেদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাকিল আজাদের ছেলে। তিনি সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
সখীপুর থানা পুলিশের ওসি আমির হোসেন জানান, সকালে ইসতিয়াক আহমেদ মোটরসাইকেলে সখীপুর থেকে নলুয়া যাওয়ার সময় বোয়ালী উত্তরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্থায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ফরিদপুর : গতকাল সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বাসচালক রওশন ফকির, মীরাকুন্ড নামে এক নারী ও অজ্ঞাত এক বৃদ্ধ।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা তুহিন পরিবহন (রাজ-মেট্রো-ব-১১-০০৩২) ভাঙ্গা বিশ্বরোড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা রাজু এন্টারপ্রাইজের (কুমিল্লা জ-০৪-০০৩২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজু এন্টারপ্রাইজের চালক রওশন ফকির ও এক যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করালে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
ফেনী : কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিক্রমপুরের অপু (৩৫) ও সুজন মিয়া, মিরপুরের ইকবাল (৩৮), মাদারীপুরের রিপন (৩০), নারায়ণগঞ্জের মুন্না খান (৩০), মিরপুরের শামীম (৩০) ও ছাগলনাইয়ার রাঁধানগর এলাকার শাহাদাত হোসেন (২৮)। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ২০ জনের মতো আহত হয়েছেন।
পুলিশ ও আহতরা জানায়, গত বুধবার রাতে নারায়ণগঞ্জের আদমজি থেকে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে প্রাইম প্লাস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৭৮) যাত্রী নিয়ে রাত আড়াইটার দিকে রাজধানীর মিরপুরে যায়। সেখান থেকে আরো কয়েকজনকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং ঢাকায় নেয়ার পথে আরো একজন মারা যান। হতাহতদের মধ্যে একই পরিবারের ৯ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। তারা ঈদের ছুটিতে কক্সবাজার ও বান্দরবান ভ্রমণে যাচ্ছিলেন।
কিশোরগঞ্জ : গতকাল দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভৈরব যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত চারজনকে কটিয়াদী ও তিনজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ : গতকাল বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি সৈয়দ সহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ভৈরবের অদূরে রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে হোসনে আরা বেগম (৫৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
ভোলা : গতকাল দুপুরের দিকে ভোলা ব্যারিস্টার কাঁচারিবাজারে মাহিন্দ্রচাপায় পারভেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত পারভেজ ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে। পারভেজ বিস্কুট কিনতে দোকানে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার বাবা।
গোপালগঞ্জ : গতকাল দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাথী বেগম (২৫)। তুহিন সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।
কাশিয়ানী থানা পুলিশের এসআই প্রকাশ সরকার জানান, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তুহিন তার স্ত্রী সাথীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তুহিন নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
Discussion about this post