স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল পিক্যাপ সংঘর্ষে ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সখীপুর -হাটুভাঙ্গা সড়কের বোয়ালী উত্তর পাড়া খালেক মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসতিয়াক আহমেদ সখীপুর ওকে ফাস্টফুডের মালিক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল আজাদের ছেলে এবং সরকারি মুজিব কলেজের ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে ইসতিয়াক আহমেদ সখীপুর থেকে নলুয়া যাওয়ার জন্য রওনা হয়ে খালেক মিয়ার বাড়ি পাশে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপ ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
Discussion about this post