মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান এসব কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কিশোর-কিশোরীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা, ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থনা, শোক র্যালি ও আলোচনা সভা।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। এতে নেতৃত্বে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন একাব্বর হোসেন এমপি। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন. মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেসে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩৬ জন যুব মহিলার মধ্যে প্রধান অতিথি একাব্বর হোসেন এমপি ১৫ লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন।
এদিকে সকালে মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেলের ছাত্রীদের উদ্যোগে কুমুদিনী কমপ্লেক্সে শোক দিবস উপলক্ষে রক্ষদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া সন্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবিতা পাঠের আসর ‘হে পিতা! হে বাংলাদেশ’ এর আয়োজন করা হয়।
Discussion about this post