কারকনিউজ ডেস্ক : ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ব্রিজ এলাকার তিব্বতিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে নারায়ণগঞ্জে আদমজি থেকে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে প্রাইম প্লাস পরিবহনের (ঢাকা- মেট্রো-ব ১৪-৭৫৭৮) একটি বাস যাত্রী নিয়ে আড়াইটার দিকে রাজধানীর মিরপুরে আসে।
সেখান থেকে আরো কিছু যাত্রী নিয়ে রওনা দেয়। ভোর পৌনে ৬টার দিকে ফেনীর মহাসড়কের লেমুয়া এলাকায় পৌঁছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঢাকায় নেওয়ার পথে আরো একজন নিহত হন।
নিহতরা হলেন- বিক্রমপুরের অপু (৩৫), মিরপুরের ইকবাল (৩৮), মাদারীপুরের রিপন (৩০), নারায়ণগঞ্জের মুন্না খান (৩০), মিরপুরের শামীম (৩০), ছাগলনাইয়ার রাধানগর এলাকার শাহাদাত হোসেন (২৮) ও বিক্রমপুরের সুজন মিয়া। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদিকে, ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারী জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discussion about this post