স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মুক্তিযোদ্ধা জনতা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারোও মানুষ অংশ গ্রহন করে। পরে শোক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হচ্ছে।
Discussion about this post