টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির সম্পর্কে একটি অনলাইন পত্রিকা ও একটি ইলেক্ট্রনিক মিডিয়া ৭১ টেলিভিশনে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মনোনয়ন প্রত্যাশীর সমর্থক ও তার বড় ভাই টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন করে।
এতে লিখিত বক্তব্যে তানভীর হাসানের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত ২২ নভেম্বর আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, চোরাচালান ও হত্যাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে ৭১ টেলিভিশনের টকশোতে আলোচনা করা হয়। আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আমার ছোট ভাই তানভীর হাসান মনোনয়ন পেতে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে একটি বিশেষ মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান থেকে আসা মো. মনির বিন আলী ও আনিছুল ইসলাম তালুকদার নামক দুই জার্মান প্রবাসী খেলনা পিস্তলসহ গ্রেফতার হন। এব্যাপারে কাস্টম কর্মকর্তা বাদি হয়ে বিমানবন্দর থানায় ওই দুজনকে আসামী করে মামলা করেন। গ্রেফতারকৃতদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বিমানবন্দরে ওই দুজন গ্রেফতারের পরেই আমাদের দুই ভাইয়ের নামে একটি মহল অপপ্রচারে নামে। আমরা যেহেতু জার্মানে থাকতাম আর গ্রেফতারকৃতরাও জার্মান প্রবাসী। এছাড়া গ্রেফতারকৃত একজনের নাম মনির। এই নামের মিলকে পুঁজি করে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন খবর পরিবেশনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জামিলুর রহমান মিরন বলেন, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। তিনি টাঙ্গাইল-২ আসনের বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের জামাতা। তাই তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার শ্বশুরের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমীন, বাসকোচ মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষারসহ আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post