বিনোদন ডেস্ক: বলিউড তারকা মানেই যেন, ফ্যাশনেবল পোশাক, চোখে রোদ চশমা এবং তাদের আশেপাশে কয়েকজন সহযোগী। কিন্তু চিরাচরিত সেই ধারণা এবার পাল্টে দিলেন অভিনেতা সাইফ আলীর মেয়ে সারা আলী খান।
সম্প্রতি সারা আলী খানের একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বিমানবন্দরে সাধারণ সালোয়ার কামিজ পরে নিজের লাগেজ ট্রলিতে বহন করছেন সারা। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই এমন সরলতার জন্য প্রশংসা কুড়াচ্ছেন সারা।
এমনকি মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি নিয়ে অভিনেতা ঋষি কাপুর লিখেছেন, ‘অসাধারণ সারা। তারকাদের বিমানবন্দরে কেমন ব্যবহার করা উচিৎ তুমি সেই দৃষ্টান্ত স্থাপন করেছো। নিজের ব্যাগ নিজে টানার মধ্যে কোনো ক্ষতি নেই। স্বাগত জানানোর জন্য কোনো চামচা নেই। কোনো চশমা অথবা এয়ারপোর্ট লুক নেই। কোনো নিরাপত্তাহীনতায় না ভুগে তুমি আত্মবিশ্বাস দেখিয়েছো। আত্মবিশ্বাসী মেয়ে।’
কেদারনাথ সিনেমার মাধ্যমে গত বছর বলিউডে পা রাখেন সারা আলী খান। এরপর রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি লাভ আজ কাল-টু সিনেমার শুটিং শেষ করেছেন। খুব শিগগির কুলি নম্বর ওয়ান সিনেমার রিমেকের শুটিং শুরু করবেন তিনি।
Discussion about this post