মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতরাত দশটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাজলের বাড়ি উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামে। তার বাবার নাম মো. আলম মিয়া।
কাজলের স্বজনরা জানান, আরিফ হোসেন কাজল গত রোববার (৪ আগস্ট) জ্বর নিয়ে কুমুদিনী হাসপাতালে আসেন। রক্তের পরীক্ষা শেষে তার ডেঙ্গু শনাক্ত করা হয়। পরে তাকে চিকিৎসকের পরামর্শে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সন্ধ্যার পর তার রক্ত বমি হচ্ছিল। এক পর্যায় তার প্লাটিলেট কমতে থাকে। রাত দশটার দিকে তার মৃত্যু হয় বলে জানান কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
Discussion about this post