হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন।
নিহত ব্যক্তির নাম সাফি কামাল চৌধুরী। তিনি বাহুবল উপজেলার ডা. মুজিবুর রহমান চৌধুরীর ছেলে এবং শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।
পুলিশ জানায়, শনিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Discussion about this post