বিশেষ প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে “ মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের অবিস্মরনীয় অবদান ও ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল-মামুন, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবড়ির সদস্য মো: আকরাম হোসেন কিসলু ও সোলায়মান আহম্মেদ শ্যামল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কমনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
Discussion about this post