আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, কোনো দল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আফগান জাতীয় সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যরা তাদের সামরিক ঘাটির একটি মসজিদে শুক্রবারের পবিত্র জুম্মার নামাজ আদায় করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ এর কাছে খোস্তের গভর্নরের মুখপাত্র বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। নিহত সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানায় খোস্ত সামরিক ঘাটির মুখপাত্র ক্যাপ্টেইন আব্দুল্লাহ।
Discussion about this post