তাইজুল ইসলামের ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। তিনি নিয়েছেন ৫ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে ৭৬ রান করেছে সফরকারীরা।জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে এখনও ১২৮ রান করতে হবে। হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাকি তিনটি উইকেটের ২টি নিয়েছেন সাকিব আর ১টি মিরাজ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় স্কোর বোর্ডে ১১ রান যোগ করতেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায়।
এরপর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। লাঞ্চ বিরতি থেকে ফিরে আবারও স্বরূপে টাইগাররা। দলীয় ৪৪ রানের মাথায় শিমরন হেটমেয়ারকে সাজঘরে ফেরান মিরাজ। ২৭ রান করেন তিনি। এরপর শেন ডরউইচকে ফেরান তাইজুল।
ব্যক্তিগত ৫ রানে ফিরে যান তিনি। ডরউইচ দলীয় ৫১ রানের মাথায় আউট হন। এরপর আবারও সেই তাইজুল। এবার তার শিকার ২ রান করা দেবেন্দ্র বিশু। এরপর দলীয় ৭৫ রানের মাথায় ১ রান করা কেমার রোচকে সাজঘরে পাঠিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন স্পিন জাদুকর তাইজুল।
ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। দলীয় স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই সাকিব আল হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফিরে যান কিয়েরন পাওয়েল।
রানের খাতায় খোলার আগেই তাকে নিজের শিকারে পরিণত করেন সাকিব। এরপর ১১ রানের মাথায় আবারও উইন্ডিজ শিবিরে আঘাত হানেন সাকিব। এবার তার শিকার শাই হোপ। ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফিরে যান তিনি।
এরপর ক্রিজে আসেন রোস্টন চেজ। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইটের উইকেটটিও দ্রুত তুলে নেন তাইজুল।
শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। এদিন দ্বিতীয় দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে টাইগাররা। প্রথম ইনিংসের ৭৮ রানের লিড আর দ্বিতীয় ইনিংসের ১২৫ রান। দুটো মিলে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান।
উইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শেন ডরউইচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান এবং শ্যানন গ্যাব্রিয়েল।
Discussion about this post