কারকনিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন।
শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি আশিকুর রহমান জানান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিল। এ সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে যাচ্ছিল দিনাজপুর অভিমুখী নিশাত এন্টারপ্রাইজের বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে মারা যান আরো দুইজন।
তাদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ বলে জানিয়েছেন ওসি। দুর্ঘটনাস্থল থেকে আহত ২১ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Discussion about this post