টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিমানটি টেলকি ফায়ারিং রেঞ্জের প্রশিক্ষণ বিমান।
বাংলাদেশ নেভির ফেসবুক পেজে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী ও আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তারা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমানটি বিমান বাহিনীর এফ৭ প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
Discussion about this post