সখীপুর(টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ এবং সাধারণ সম্পাদক রাসেল আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ জানান, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়েছে। ফলে সেখানে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। দেখা দিয়েছে সাংগঠনিক দুর্বলতা। তাছাড়া ওই কমিটির সাধারণ সম্পাদক চাকুরী করেন এবং তিনি বিবাহিত। যে কারণে দলীয় কার্যালয়ে আলোচনার পর ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যাতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা যায় তারও উদ্যোগ নেয়া হবে।
এ বিষয়ে কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদউজ্জামান ফরিদ বলেন, কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপজেলা ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে।
Discussion about this post