মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ৫৪০ পিস ইয়াবাসহ নাছিমা আক্তার নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। নাছিমা উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) হাবিুবর রহমান ও (এসআই) বিজয় দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক আইনে মামলা দিয়ে রবিবার তাকে জেল হাজতে পাঠানো হয় হয়েছে।
Discussion about this post