মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নবীণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ।
শনিবার সকালে কলেজ শাখা ছাত্রলীগ এ মিছিল সমাবেশের আয়োজন করে।
এ সময় তারা নবীণ শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকা তলে আসার আহবান জানান। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিন শেষে শহীদ মিনারের সামনে সমাবেশ হয়।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক জিয়াদ হাসান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, পৌর ছাত্রলীগ সম্পাদক ওয়াকিল আহমেদ, সহ-সভাপতি শাহরিয়ার মৃধা নাহিদ প্রমুখ।
Discussion about this post