বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলে বাসাইলে বন্যা দূর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল বাসাইলের উপজেলা প্রশাসন।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার (স্বপ্না )উপজেলা পরিষদের ২ দুইবারের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম উদ্যোগে ৪০টি পরিবার বন্যা কবলিত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।
শনিবার ২৭ জুলাই সকালে বাসাইল পৌরসভা, বাসাইল সদর, কাঞ্চনপুর, কাশিল, হাবলা , ফুলকি, কাউলজানী বন্যা কবলিত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, কাশির ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ মিয়া, বিভিন্ন ইউনিয়নের মেম্বার। এসময় প্রত্যেক পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, আলু, লবন, সামগ্রী বিতরণ করা হয়।
Discussion about this post