কারকনিউজ ডেস্ক : রাজধানীর রামপুরায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহত হয়েছেন।
এক পোশাক শ্রমিককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের সহকর্মী ও অন্য পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল।
Discussion about this post