স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আতঙ্ক ছড়ানোর মতো সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর ব্যাপারে প্রধানমন্ত্রী সব সময় খোঁজ-খবর রাখছেন। রোগীরা যাতে ঠিকমতো চিকিৎসা পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
ঢামেকের মিলন মিলনায়তনে সোসাইটি অব মেডিসিন ও ঢামেক মেডিসিন সোসাইটির আয়োজনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ বৈজ্ঞানিক সেমিনার হয়।
Discussion about this post