খেলাধুলা ডেস্ক : এর আগে বাংলাদেশ দলকে একবার নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ২০১৭ সালে মুশফিকের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে টস করতে নেমেছিলেন।
এরপর জাতীয় দলের নেতৃত্বের সুযোগ আর পাননি। যদিও সুযোগ এসেছিল কিন্তু বিসিবির ইচ্ছায় তা হয়নি। সাকিবের ডেপুটি হিসেবে টি-টোয়েন্টির দলে ছিলেন তামিম। সাকিবের অনুপস্থিতিতে তারই অধিনায়ক হওয়ার কথা। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে অধিনায়ক করার বদলে মাহমুদউল্লাহর কাঁধে দায়িত্ব দেয় বিসিবি। তাতে অবশ্য কোনো আক্ষেপ ছিল না তামিমের।
এবারের শ্রীলঙ্কা সফরে তার নেতৃত্বে বাংলাদেশ খেলতে যাবে সেটাও তামিম চিন্তা করেননি কখনো। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের সঙ্গে শ্রীলঙ্কায় আসতে পারেননি। ইনজুরির কারণে ছিটকে যান শেষ মুহূর্তে। সাকিব আগের থেকেই নিজেকে সিরিজ থেকে সরিয়ে নেন। শেষমেশ তামিমের কাঁধে আসে দায়িত্ব।
বোর্ডের চাওয়াতে তামিম অধিনায়কের দায়িত্ব নিয়ে চলে আসেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। আনুষ্ঠানিকভাবে তার অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে আগামীকাল। ২০০৭ সালে ক্যারিয়ার শুরুর পর এবারই পেলেন এতো বড় দায়িত্ব। তবে অধিনায়কত্বের অনুভূতি আড়াল রাখছেন দেশসেরা ওপেনার,‘সত্যি কথা বলতে আমি সেভাবে চিন্তা করছি না যে অধিনায়ক হিসেবে আমার অভিষেক হচ্ছে। আপনি বলছেন বলে শুনে ভালো লাগছে। আমার কাছে শুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সিরিজটার শুরুটা কিভাবে করি। অধিনায়কত্ব আপনি তখনই উপভোগ করতে পারবেন যখন আপনার দল ভালো করবে। আমরা যদি কাল ভালো খেলি এবং জিততে পারি তাহলে অনেক কৃতিত্ব অধিনায়কের হবে। তবে আমি বিশ্বাস করি আমি যদি আমার দায়িত্বটা পুরোপুরি ভালোমতো পালন করতে পারি তাহলেই আমি খুশি। ক্রিকেট বোর্ড আমাকে এই দায়িত্বটা দিয়েছে, আমি খেলোয়াড়দেরও যতটুকু পারব সাহায্য করার চেষ্টা করবো।’
ক্রাইস্টচার্চে তামিমের অধিনায়কত্বে বাংলাদেশ ম্যাচ হেরেছিল। কলম্বোতে আগামীকালের শুরুটা তামিম কেমন করেন সেটাই দেখার। শ্রীলঙ্কায় সিরিজ জিততে চায় বাংলাদেশ। তবে তামিমের আপাতত চোখ আগামীকালের ম্যাচে। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া পরিকল্পনা দলের। বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানালেন এমনটাই,‘আমরা কাছে শুরুটা গুরুত্বপূর্ণ। আমরা যদি শুরুর আগেই ফিনিশিং লাইনটা মেজার করা শুরু করি তাহলে সমস্যা হতে পারে। আমাদের শুরুটা ভালো করতে হবে, ব্যাটিং করি কিংবা বোলিংই করি। আল্টিমেট টার্গেট থাকবে কিন্তু সিরিজ জেতার। অবশ্যই আমরা সিরিজ জিততেই চাই। এজন্যই এখানে এসেছি। কিন্তু আমরা সিরিজের শুরুটা কিভাবে করি সেটা গুরুত্বপূর্ণ।’
Discussion about this post