কারকনিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে নারীকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিন যুবককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ মণ্ডল এই আদেশ দেন।
গ্রেফতার আসামিরা হলেন- জাফর, শাহীন, বাপ্পী।
সোমবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিদের আইনজীবীরা। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাতে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
Discussion about this post