বিশেষ প্রতিবেদক : দেশে ত্রানসামগ্রীর কোন অভাব নেই এবং সারাদেশে চলমান বন্যা দীর্ঘস্থায়ী হবেনা বলেও আশা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
শনিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এ আশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, সরকার, প্রশাসন ও জনগন বন্যা কবলিত মানুষকে যেভাবে সেবা দেয়ার জন্যে কাজ করছে বন্যা দীর্ঘস্থায়ী হলেও একইভাবে সেবা দিয়ে যাবে। এ বছর বন্যার পুর্বাভাস পাবার পর থেকেই সকল প্রস্তুতি গ্রহন করা হয় বলেও জানান তিনি। তিনি বলেন, কোন বন্যার্ত মানুষ খোলা আকাশের নিচে থাকবেনা তাদের জন্য জরুরী ভিত্তিতে টাবুর ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, জেলা প্রশাসনসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিদের্শনা দেয়া হয়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বন্যাকবলিত মানুষের সেবার কাজ করে যাচ্ছে। যে সকল এলাকায় বাঁধ ও রাস্তা ভেঙ্গে গেছে সেসব এলাকায় রাস্তা ও বাঁধ মেরামতের কাজ দ্রুত করা হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি, গো-খাদ্য ও ত্রানসামগ্রী পৌছে দেয়া হবে।
জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামিম, দুর্যোগ ব্যবস্থা ও ত্রান মন্ত্রনালয়ের জৈষ্ঠ সচিব মোঃ শাহ কামাল, মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি ও আহসানুল হক টিটু এমপি। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা তাদের বন্যাদুর্গতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন।
Discussion about this post