কারকনিউজ ডেস্ক : এইচএসসি পরীক্ষায় ইংরেজী মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ তাদের ধারাবাহিক সাফল্য অখুন্ন রেখেছে। ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় এই বিদ্যাপিঠ থেকে ৪৬ জন ক্যাডেট বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছে। পাশের হার শতভাগ। মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী ক্যাডেটদের এই ধারাবাহিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। ভাল ফলাফলের জন্য ক্যাডেট কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ-উৎসবের আমেজ।
জানা গেছে, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই কর্তৃপক্ষের কঠোর নিয়ম-শৃংখলা, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক অংগনসহ প্রতিটি ক্ষেত্রেই মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম রয়েছে। কলেজের ক্যাডেটরা তাদরে মেধার স্বাক্ষর বহন করে চলছে। বিশেষ করে জেএসসি, এসএসসি ও এইচএসএসসি পরীক্ষায় এই ক্যাডেট কলেজের ক্যাডেটরা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় স্থান দখল করে আসছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় এই ভাল ফলাফল অর্জন হয়ে আসছে বলে মির্জাপুর কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের সমন্ময়ে আধুনিক শিক্ষায় ও যুগোপযোগী ভাবে এখানকার ক্যাডেটদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এই ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা তাদরে সুনাম দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরেও মেধার স্বাক্ষর বহন করে চলেছে। সবার সার্বিক সহযোগিতায় ফলাফল সন্তোষ জনক হয়েছে। ভবিষ্যতে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল যাতে আরও সন্তোষ জনক হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ বিমান রায় চৌধুরী।
Discussion about this post