শিক্ষা ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।
সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ছয় লাখ ৮৭ হাজার ৯ জন।
শিক্ষার্থীরা যেকোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। মোবাইল ফোনে ফল জানতে এইচএসসির ক্ষেত্রে HSC, আলিমের ক্ষেত্রে Alim, অন্য ক্ষেত্রে Tec লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে প্রাথীঁর রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এই ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে।
পুনর্নিরীক্ষার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস প্রার্থীর রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি কাটা হবে। একাধিক বিষয়ের জন্য ‘কমা’ দিয়ে বিষয় কোড লেখা যাবে। ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস Yes স্পেস পিন নম্বর লিখে স্পেস যেকোনো কন্টাক্ট নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
Discussion about this post