জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় এর বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এর অভিযোগে স্থায়ী বহিষ্কার দাবিতে স্মারকলিপি প্রদান ও মৌন মিছিল করে সঙ্গীত বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে দেখা করে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিযুক্ত শিক্ষকের একটি পোষ্টের (ছবি সম্বলিত) প্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রেজিস্ট্রার বরাবর অভিযোগ প্রদান করে।
বিষয়ের সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক সাদমান তাহরীফ প্রত্যয় বলেন- আমার বলার কিছুই নেই, আমি সকলের ভালো চাই। দুদিনের মধ্যে সবাই তাদের প্রত্যাশার ফল পাবে।
Discussion about this post