মাভাবিপ্রবি সংবাদদাতা : সারাদেশে বিভিন্ন সময় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ও প্রথম আলো বন্ধুসভা।
বুধবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানবন্ধনের মাধ্যমে সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানানো হয়।
সম্প্রতি শিশু সামিয়া আফরিনের ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি চাওয়া হয়। মানববন্ধনে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর সভাপতি রিফাত আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাজ্জাদ হোসেন ইমরান, সহ-সভাপতি মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সন্তোষ রাণী দিন-মনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post