ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোবারক হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছে।
বুধবার রাত ১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারকের ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভালুকার নয়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মোবারক হোসেনকে গ্রেফতার করে। পরে রাতে তাকে নিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে মোবারক হোসেনকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে ডাকাত দল।
এ সময় মোবারক কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি পাইপগান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। নিহত মোবারকের বিরুদ্ধে ভালুকা থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
Discussion about this post