কারকনিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে মসজিদের খাদেম মো. হানিফ শেখ (৩০) হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সহযোগি খাদেম সাইফুল ইসলাম।
মঙ্গলবার সাইফুল ইসলামকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল। সাইফুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সাইফুলকে পিবিআই গ্রেপ্তার করে। প্রসঙ্গত, গত ৩ জুলাই লালবাগ থানার আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে হানিফ শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হানিফ শেখ ওই মসজিদের খাদেম ছিলেন।
এ ঘটনায় গত ৪ জুলাই হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন. মসজিদের খাদেম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামের বাহার উদ্দিন (৫৫), খাদেম ও ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা মো. ফরিদ আহমেদ (৪০) এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।
Discussion about this post