স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা এবং বাল্য বিবাহ রোধ কল্পে নিকাহ রেজিস্ট্রারদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাগমারা কাজী মাওলানা মো. শামছুল হক খান ফাউন্ডেশনের (আ’শ পল্লী) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল আউয়াল তরফদার এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কাজী শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মীর নজরুল ইসলাম আনছারী, ময়মনসিংহ কাজী সমিতির সভাপতি এনায়েতুর রহমান প্রমুখ। জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম খান রুমির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম আব্দুল গফুর খান।
অনুষ্ঠানে সমিতির বিভিন্ন সমস্যার সমাধান ও বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Discussion about this post