সখীপুর(টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০১৯-২০অর্থ বছরের কোন রকম করারোপ ছাড়াই ৩৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫’শ ৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়।
এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ লিখিত বাজেট পাঠ করেন। এতে আয় ধরা হয় ৩৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫’শ ৬ টাকা এবং ব্যয় ধার্য করা হয় ৩৪ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৫’শ ৬ টাকা এবং স্থিতি ৪০ লাখ টাকা। পৌর মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর সচিব মো. কামরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান ও হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হকসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post