বাসাইর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে জন (৪০) নামের ১ যুবকের লাশ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাসাইল-নাটিয়া পাড়া সড়কের আদাজান মসজিদ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ।
নিহতের চাচাত ভাই আফজাল হোসেন জানান, জন অটোভ্যান চালক। গতকাল বিকেলেও সে ভ্যান চালিয়েছে। সন্ধার পরথেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বাসাইলে একটি লাশ পাওয়া গেছে শুনে আমরা এসেছি। এসে দেখি এটিই আমাদেও জনের লাশ।
বাসাইল থানা অফিসার্স ইনচার্জ এসএম তুহীন আলী জানান, দুপুরের দিকে লাশটি পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
Discussion about this post