নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
আজ বুধবার বিকেলে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল সেন্টার এন্ড স্কুল প্যারেড গ্রাউন্ড মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কেটে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে ২১জন খেতাব প্রাপ্ত ম্ুিক্তযোদ্ধা ও তার পরিবারবর্গের মাঝে স্বারক উপহার তুলে দেয়া হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।
Discussion about this post