স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অনিক আহমেদ বাবুকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার ৩ জুলাই রাতে শহরের আকুর টাকুর পাড়ার ছোট কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অনিক আহমেদ বাবু (২৯) ওই এলাকার শাহীন আহমেদের ছেলে। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন ও নগদ ৫১৪ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনিক মোবাইল ফোনের মাধ্যমে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুব্ধু করে আসছিল।
Discussion about this post