শহীদ আমিনুর রহমান খান বাপ্পী’র ১৫তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
২০০৩ সালের ২১ শে নভেম্বর এই দিনে টাঙ্গাইল এর রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়, পবিত্র রমযান মাসে তারাবীর নামাযে যাবার পথে পানির ট্যাংকের সামনে চার রাস্তার মোরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে। তিনি ছিলেন গণ মানুষের প্রিয় নেতা,বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক এবং সাবেক সফল ছাত্রনেতা,টাঙ্গাইল জেলা আওয়ামীলী লীগের শক্তি ।
টাঙ্গাইল জেলা-ছাত্রলীগ এর উদ্দেগ্যে কলেজ পাড়া জামে মসজিদ ও কলেজ পাড়া নূরানী মাদরাসা মসজিদ এ শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর ১৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছেন ।
বুধবার (২১নভেম্বর) ৪.৩০মিনিটে এই আয়োজন করা হয়। এবং পরে, শহীদ মিনার এবং কবরস্থানে ফুল দিয়ে বিভিন্ন নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলিগেপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ইসতিয়াক আহমেদ রাজীব,সাবেক সভাপতি,জেলা-ছাত্রলীগ টাঙ্গাইল,দ্বীপোজ্জল দে সরকার রবীন, জেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য,নাজিমুল ইসলাম নাছির,জেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য,অমিত,উপ-প্রচার সম্পাদক সাবেক,টাঙ্গাইল জেলা ছাত্রলীগ,বায়েজিদ আহমেদ শুভ,সাবেক সদস্য জেলা ছাত্রলীগ টাঙ্গাইল,মনছুর আহমেদ,সাবেক সদস্য,জেলা ছাত্রলীগ টাঙ্গাইল,হাছিবুজ্জামান খান স্বাধীন,সাবেক সদস্য,জেলা ছাত্রলীগ টাঙ্গাইল,আমিনুর রহমান,সাবেক সদস্য,জেলা ছাত্রলীগ টাঙ্গাইল,সীমান্ত,সাবেক সভাপতি ৬নং ওয়ার্ড ছাত্রলীগ টাঙ্গাইল,আরিফুর রহমান(বাচ্চু),যুগ্ন আহবায়ক টাঙ্গাইল সদর উপজেলা-ছাত্রলীগ, এছাড়া, শ্রমিক লীগ নেতা ইভান, অনন্ত, নয়ন,সায়েম নাহিদ ও নাজমুল সহ জেলা ছাত্রলীগ সাবেক সদস্য অনেকেই উপস্থিত ছিলেন এবং মনিরু জাম্মান মনি,বিশিষ্ট ব্যবসায়ীসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post