মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে এস কে বি নামে এক ইটভাটা মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া এক মাসের মধ্যে ওই এলাকা থেকে ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন আদালত।
সোমবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাঈনুল হক এ আদেশ দেন।
জানা গেছে, পাশ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে আতিকুর রহমান খান উপজেলার থলপাড়া মৌজায় ‘এস,কে,বি’ নামে একটি ইটভাটা স্থাপন করে ইট পুড়িয়ে আসছিল। ইট প্রস্তুত আইন ২০১৩ বিধান অমান্য করে ইট প্রস্তুত করার খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই ভাটায় অভিযান পরিচালনা করেন।পরে ভাটা মালিককে কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং আগামী এক মাসের মধ্যে ওই এলাকা থেকে ভাটা উচ্ছেদের নির্দেশ দেন।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাঈনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইট প্রস্তুত আইন ২০১৩ বিধান অমান্য করে ইটভাটা স্থাপন করায় ভাটা মালিকের কাছ থেকে জরিমানা আদায় ও এক মাসের মধ্যে ভাটা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে।
Discussion about this post