আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের পশ্চিম মালাদে দেয়াল ধসের ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৩ জন।
সোমবার গভীর রাতে পূর্ব মালাদের পিম্প্রিপাদার কুরার গ্রামে একটি দেওয়াল ভেঙে পড়ে। এ ঘটনায় বহু মানুষ ধসে পড়া দেয়ালের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে ওই দেয়াল ধসের ঘটনা ঘটেছে। পরে দ্রুত আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতি পরিবার পিছু পাঁচ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
Discussion about this post