কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসী।
রবিবার ৩০ জুন বিকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্র্মসুচি পালিত করে।
মানববন্ধন চলাকালে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়। এতে মহাসড়কের দুই দিকেই দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে কালিহাতী উপজেলা প্রশাসন আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয়।
উল্লেখ্য, গত (২৪ জুন) বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে র্যাগিং করে সবুজ, সজীব, রাফিসহ ১৫-২০ জনের একদল যুবক হৃদয়ের উপর পৈশাচিকভাবে নির্যাতন করে রড, স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
Discussion about this post