মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের অধীনে পিএইচডি কোর্স চালুর দাবীতে প্রক্টর অফিসে লিখিত আবেদন জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার বিকাল ৫ টায় রেজিস্ট্রার বরাবর প্রক্টরের মাধ্যমে লিখিত আবেদন জমা দেন লাইফ সায়েন্স অনুষদের কয়েকজন শিক্ষার্থী।
তারা লিখিত আবেদনে উল্লেখ করে বলেন, ’আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি লাইপ সায়েন্স অনুষদে পিএইচডি ও এম.ফিল কোর্স চালুর অনুমতি রয়েছে। তাছাড়া এই কোর্সটি সায়েন্স অনুষদেও চালু রয়েছে। উচ্চ শিক্ষা অর্জনে আমরা এই কোর্সকে চালু করার প্রয়োজন মনে করছি।’
এ বিষয়ে লিখিত আবেদনকারী ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মোঃ খোরশেদ আলম বলেন, আমরা স্যারদের মাধ্যমে জানতে পেড়েছি একাডেমিক কাউন্সিল, একাডেমিক বোর্ড ও রিজেন্ট বোর্ডের মাধ্যমে এর অনুমতি রয়েছে। সায়েন্স অনুষদে অধ্যাপক না থাকা ও পিএইচডিধারী স্বল্প শিক্ষক থাকা সত্ত্বেও তারা পিএইচডি ও এমফিল কোর্স চালিয়ে যাচ্ছে। অথচ লাইফ সায়েন্স অনুষদে ৬/৭ জন অধ্যাপক ও প্রায় ২২ জন পিএইচডি ডিগ্রীধারী থাকলেও পিএইচডি ও এমফিল কোর্স চালু করা হচ্ছে না। বিশ^বিদ্যালয় প্রসাশন রাজনীতি করে আমাদের উচ্চশিক্ষার আশাভঙ্গ করছে।
এ বিষয়ে লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ বলেন, উচ্চ শিক্ষার জন্য পিএইচডি ও এমফিল কোর্স চালু বিশ^বিদ্যালয় তথা দেশের মান উন্নয়নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার জন্য বিশ^বিদ্যালয় প্রসাশনের সকলেই আমরা ব্যস্ত আছি। ভর্তি পরীক্ষার কাজ শেষ হলেই অতি দ্রুত পিএইচডি ও এম.ফিল কোর্স চালুর সকল পক্রিয়া শেষ করব।
Discussion about this post