স্টাফ রিপোর্টার : মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান, টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রতন সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়ার শারমিন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post