ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ( ২২ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিব মাঠে নামছেন। কিন্তু সাকিব নিজেই বৃহস্পতিবার মাঠে নামা নিয়ে সংশয়ে রয়েছেন।
বুধবার (২১ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘পাঁচ দিন খেলা কতটা চ্যালেঞ্জ তা সবাই জানি। তাই এখনও কিছুটা সংশয়ে আছি। তারপরও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, চট্টগ্রামে প্রথম টেস্টে খেলতে পারব কি না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
উল্লেখ্য, এশিয়া কাপে সাকিব আল আঙুলে চোট পান। এরপর দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হতে না পেরে অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেন সাকিব। এশিয়া কাপের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তাঁর সামনে, যদিও যা নিয়ে রয়েছে সংশয়।
Discussion about this post