কারকনিউজ ডেস্ক : নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে করা মামলায় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট।
রোববার দুপুরে এ পরোয়ানা জারি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য আদালতের প্রসিকিউটর মো: কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদ গুঁড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই ধার্য করা হয়।
কামরুল হাসান বলেন, মামলার আজকের শুনানির সময় এমডি আহসান খান উপস্থিত ছিলেন না। তার আইনজীবীরা জানান, তিনি অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত এ বক্তব্য আমলে না নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
Discussion about this post