টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল শনিবার দিনব্যাপী কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তরের উদ্যোগে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কাজু বাদাম উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস ও কৃষিবিদ শাকুরা নাম্নীর সঞ্চালনায় ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানত্ত্ববিদ কৃষিবিদ মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ।
কাজু বাদাম রোপণ, পুষ্টি উপাদান, এর সুবিধা-অসুবিধা ও বাজারজাতকরণ নিয়ে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নূরুল ইসলাম, কেবিডি-৫ এগ্রো লিঃ এর ব্যাপস্থাপনা পরিচালক ড. মো. রোস্তম আলী, উদ্যান বিশেষজ্ঞ কামরুজ্জামান, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, বাংলাদেশ কাজু বাদাম এসোসিয়েশনের সাধরণ সম্পাদক আ. সালাম, কৃষক আনোয়ারুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (অবঃ) তোফাজ্জল হাসান, কৃষক সংগঠক খাইরুল ইসলাম সুমন প্রমূখ।
শেষে উক্ত কর্মশালায় উপস্থিত সকলের মাঝে কাজু বাদামের বীজ বিতরণ করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ।
Discussion about this post