তিন জেলায় দুই গ্রুপ মাদক ব্যবসায়ী, র্যাব ও পুলিশের সঙ্গে পৃথক কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে। নিহতদের মধ্যে কক্সবাজারের টেকনাফে ২ জন, সিলেটের মোগলাবাজারে একজন ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে একজন রয়েছেন।
বুধবার (২১ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, টেকনাফে মেরিন ড্রাইভে ইয়াবা চালান খালাসকে কেন্দ্র করে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুযুদ্ধের ঘটনায় দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ দু’জন গুলিবিদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে বুধবার ভোররাত চারটার দিকে টঙ্গিবাড়ীর পুন্ডের বাজার এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল হোসেন শেখ (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব। নিহত ব্যক্তির লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এছাড়াও মোগলাবাজার ঘটনায় ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Discussion about this post