কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে ট্রেনলাইনের পাশ থেকে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১জুন) দুপুরে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া ট্রেনলাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে পাবনা জেলার চাটমোহন উপজেলার কচুগাড়ী গ্রামের লেবু সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস তালুকদার বলেন, ‘সকালে ট্রেনলাইনের পাশে স্থানীয়রা ওই যুবকের লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ নিয়ে গেছে। ওই যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ট্রেনলাইনের পাশে ওই যুবকের লাশ পাওয়া গেছে। ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা এসে লাশ নিয়ে গেছে।
Discussion about this post