টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার আশরাফুল ইসলাম এর উপর আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী আহসানুল ইসলাম টিটুর সমর্থকরা হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে আভিযোগ করেছে।
হামলাকারীরা এ সময় ব্যারিষ্টার আশরাফ এর বহনকারী গাড়িও ভাংচুর করে। এঘটনায় নাগরপুর থানা পুলিশ সম্পূর্ণ জড়িত রয়েছেন জানান তিনি।
মঙ্গলবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিষ্টার আশরাফুল ইসলাম।
এসময় সোমবার টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর ভাংচুরকৃত গাড়ীটি প্রেসক্লাবের সামনে নিয়ে আসে।
Discussion about this post