সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: উপজেলার কালিয়া পাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মজিদ স্মৃতি সংসদ এ ক্যাম্পের আয়োজন করে।
এসময় ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায়-এ্যাড.আবুলহাশিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ এ্যাড.জোয়াহেরুল ইসলাম। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সা.সম্পাদক শওকত শিকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান লুৎফা আনোয়ার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, আতিকুর রহমান দুলাল, রফিক-ই-রাসেল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক এএসপি ইয়াকুব আলী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
Discussion about this post