কারকনিউজ ডেস্ক : যশোরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ফেরদৌস (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের শংকরপুর হাজারিগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ ফেরদৌস বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আজাদ হোসেনের ছেলে।
যশোরে কোতোয়ালী থানার ওসি অপূর্ব হাসান জানান, ফেরদৌস তার বন্ধু সুজনকে সাথে নিয়ে শংকরপুর হাজারিগেট সন্ন্যাসীদিঘীর পাড়ে মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাব্বিরের নেতৃত্বে কয়েকজন এসে তাদের সাথে বিরোধে জড়ান। সাব্বির কথাকাটাকাটির একপর্যায়ে ফেরদৌসকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা ফেরদৌসকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
ওসি অপূর্ব হাসান আরো জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দিলে গ্রহণ করা হবে। তারা মামলা না করলে পুলিশ বাদী মামলা হবে।
Discussion about this post