বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দুদুল, সোহেল আরমান ও পরিচালক এস এ হক।
পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। রোববার ব্রেইন স্ট্রোক করলে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। এখন সেই হাসপাতালেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।
সোমবার বিকেলে চিকিৎসক দলের প্রতিনিধি শহীদুল্লাহ সবুজ সাংবাদিকদের জানান, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যা ছিল, এখন তার কিছুটা অবনতি হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
Discussion about this post