স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখীপুরে বিয়ে করার পর নববধূকে রেখে পালানো সেই বর অবশেষে তিনদিন পর বাড়িতে ফিরেছেন। উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মজিবর রহমানের ছেলে বর আহসান হাবীব রোমান (৩০) এ ঘটনা ঘটায়।
জানা যায়, ঈদের দুইদিন পর গত শুক্রবার (৭ জুন) উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে আহসান হাবীব রোমানের বিয়ে সম্পন্ন হয়। ওইদিনই কনেকে রোমানের বাড়িতে নিয়ে আসা হয়। পরের দিন শনিবার (৮ জুন) সকাল থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় রবিবার (৯ জুন) দুপুরে তার পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোমানের বাবা মজিবর রহমান বলেন, সোমবার (১০ জুন) রাতে রোমান বাড়িতে ফিরেছে। কি কারণে সে বাড়ি থেকে চলে গিয়েছিলো তা এখনও আমাদের জানায়নি। আর ছেলের বউ আমাদের বাড়িতেই রয়েছে। রোমান বাড়িতে ফিরে আসার কারণে আমরা সবাই অনেক খুশি।
এ বিষয়ে বর আহসান হাবীব রোমান জানায়, আমি আমার নিজের ক্ষোভে, রাগে নিজ বাসা থেকে চলে গিয়েছিলাম। কিন্তু কি কারণে তার এই ক্ষোভ, তা তিনি বলতে চাননি।
Discussion about this post